পূজা ও প্রার্থনা
৬৬
              তুমি কাছে নাই ব’লে হেরো, সখা, তাই
              ‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ বলিছে সবাই।
                        ( সবাই বড়ো হল হে।
              সবার বড়ো কাছে নেই ব’লে সবাই বড়ো হল হে।
              তোমায় দেখি নে ব’লে তোমায় পাই নে ব’লে,
                        সবাই বড়ো হল হে। )
              নাথ, তুমি একবার এসো হাসিমুখে,
              এরা ম্লান হয়ে যাক তোমার সম্মুখে।
                        ( লাজে ম্লান হোক হে।
              আমারে যারা ভুলায়েছিল লাজে ম্লান হোক হে।
              তোমারে যারা ঢেকেছিল লাজে ম্লান হোক হে। )
              কোথা তব প্রেমমুখ, বিশ্ব-ঘেরা হাসি–
              আমারে তোমার মাঝে করো গো উদাসী।
             ( উদাস করো হে, তোমার প্রেমে–
              তোমার মধুর রূপে উদাস করো হে। )
              ক্ষুদ্র আমি করিতেছে বড়ো অহঙ্কার–
              ভাঙো ভাঙো ভাঙো, নাথ, অভিমান তার।
                        ( অভিমান চূর্ণ করো হে।
              তোমার পদতলে মান চূর্ণ করো হে–
              পদানত ক’রে মান চূর্ণ করো হে। )