পূজা
                      ৪৮৩

                 আমি দীন, অতি দীন–
             কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ॥
           তব স্নেহ শত ধারে,    ডুবাইছে সংসারে,
             তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন॥
           হৃদয়ে যা আছে       দিব তব কাছে,
             তোমারি এ প্রেম দিব তোমারে–
           চিরদিন তব কাজে    রহিব জগতমাঝে,
             জীবন করেছি তোমার চরণতলে লীন॥