পূজা ও প্রার্থনা
১৬
                           তোমারেই প্রাণের আশা কহিব।
      সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে  চরণে চাহিয়া রহিব॥
      কেন এ সংসারে পাঠালে আমারে  তুমিই জান তা প্রভু গো।
      তোমারি আদেশে রহিব এ দেশে,  সুখ দুখ যাহা দিবে সহিব॥
      যদি বনে কভু পথ হারাই, প্রভু,  তোমারি নাম লয়ে ডাকিব।
      বড়োই প্রাণ যবে আকুল হইবে   চরণ হৃদয়ে লইব॥
      তোমারি জগতে প্রেম বিলাইব,   তোমারি কার্য যা সাধিব–
      শেষ হয়ে গেলে ডেকে নিয়ো কোলে।   বিরাম আর কোথা পাইব॥