পূজা
                     ৪৭২

                    হে মহাপ্রবল বলী,
              কত অসংখ্য গ্রহ তারা তপন চন্দ্র
                  ধারণ করে তোমার বাহু,
              নরপতি ভূমাপতি হে দেববন্দ্য।
             ধন্য ধন্য তুমি মহেশ,   ধন্য, গাহে সর্ব দেশ–
              স্বর্গে মর্তে বিশ্বলোকে এক ইন্দ্র॥
              অন্ত নাহি জানে মহাকাল মহাকাশ,
                  গীতছন্দে করে প্রদক্ষিণ।
              তব অভয়চরণে শরণাগত দীনহীন,
                  হে রাজা বিশ্ববন্ধু॥