পূজা
                     ৩৩৪

              আজিকে এই সকালবেলাতে
         বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে॥
       আকাশে ওই অরুণ রাগে  মধুর তান করুণ লাগে,
         বাতাস মাতে আলোছায়ার মায়ার খেলাতে॥
         নীলিমা এই নিলীন হল আমার চেতনায়।
         সোনার আভা জড়িয়ে গেল মনের কামনায়।
       লোকান্তরের ও পার হতে  কে উদাসী বায়ুর স্রোতে
         ভেসে বেড়ায় দিগন্তে ওই মেঘের ভেলাতে॥