ভানুসিংহ ঠাকুরের পদাবলী
                                      বঁধুয়া, হিয়া-পর আও রে!
                             মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,   হমার মুখ-’পর চাও রে!
                             যুগ-যুগ-সম কত দিবস ভেল গত,    শ্যাম, তু আওলি না–
                             চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-’পর    মুরলি বজাওলি না!
                             লয়ি গলি সাথ বয়ানক হাস রে,    লয়ি গলি নয়ন-আনন্দ!
                             শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন,    কঁহি তব ও মুখচন্দ!
                             ইথি ছিল আকুল গোপনয়নজল,   কথি ছিল ও তব হাসি!
                             ইথি ছিল নীরব বংশীবটতট,   কথি ছিল ও তব বাঁশি!
                             তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ    ক্ষণে ভেল অবসান।
                             লেশ হাসি তুঝ দূর করল রে,   বিপুল খেদ-অভিমান।
                             ধন্য ধন্য রে, ভানু গাহিছে,   প্রেমক নাহিক ওর।
                             হরখে পুলকিত জগত-চরাচর    দুঁহুঁক প্রেমরস-ভোর॥