পূজা ও প্রার্থনা
          এ হরিসুন্দর, এ হরিসুন্দর,      মস্তক নমি তব চরণ-’পরে॥
          সেবকজনের সেবায় সেবায়,     প্রেমিকজনের প্রেমমহিমায়,
          দুঃখীজনের বেদনে বেদনে,      সুখীর আনন্দে সুন্দর হে,
                                               মস্তক নমি তব চরণ-’পরে॥
          কাননে কাননে শ্যামল শ্যামল    পর্বতে পর্বতে উন্নত উন্নত,
          নদীতে নদীতে চঞ্চল চঞ্চল,     সাগরে সাগরে গম্ভীর হে,
                                           মস্তক নমি তব চরণ-’পরে।
          চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ–    তব জগমন্দির উজল করে,
                                          মস্তক নমি তব চরণ-’পরে॥