| প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |  |   | 
              ২৮১
            ডাকো মোরে আজি এ নিশীথে
            নিদ্রামগন যবে বিশ্বজগত,
            হৃদয়ে আসিয়ে নীরবে ডাকো হে
                তোমারি অমৃতে॥
            জ্বালো তব দীপ এ অন্তরতিমিরে,
            বার বার ডাকো মম অচেত চিতে॥