পূজা

               ২৫১

     আজি     কোন্‌ ধন হতে বিশ্বে আমারে
                            কোন্‌ জনে করে বঞ্চিত,
     তব      চরণ-কমল-রতন-রেণুকা
                            অন্তরে আছে সঞ্চিত॥
     কত      নিঠুর কঠোর দরশে ঘরষে  মর্মমাঝারে শল্য বরষে,
             তবু প্রাণ মন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত॥
     আজি     কিসের পিপাসা মিটিল না ওগো
                            পরম পরানবল্লভ!
     চিতে     চিরসুধা করে সঞ্চার তব
                            সকরুণ করপল্লব।
     নাথ,      যার যাহা আছে তার তাই থাক্‌, আমি থাকি চিরলাঞ্ছিত–
     শুধু      তুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত॥