পূজা

               ২২১

          ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!
          কঠিন করে চরণ-’পরে প্রণত করো মন॥
      বেঁধেছে মোরে নিত্য কাজে   প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,
          নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ॥
      এসো হে, ওহে আকস্মিক,   ঘিরিয়া ফেলো সকল দিক,
          মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।
      তাহার ’পরে প্রকাশ হোক   উদার তব সাহস চোখ–
          তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন॥