পূজা

              ১৯৩

         দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক
                  তবে তাই হোক।
         মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক
                  তবে তাই হোক॥
         পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক
                  তবে তাই হোক।
         অশ্রু-আঁখি-’পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ
                  তবে তাই হোক॥