পূজা

               ১৭৯

       প্রতিদিন আমি, হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে।
       করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে॥
         তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে–
         নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে॥
       তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে–
       নিখিল ভুবনলোকের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে॥
         তোমার এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে–
         ওগো রাজরাজ, একাকী নীরবে দাঁড়াব তোমারি সম্মুখে॥