পূজা
১৫১
          এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা।
          এখনো মরণব্রত জীবনে হল না সাধা॥
          কবে যে দুঃখজ্বালা   হবে রে বিজয়মালা,
          ঝলিবে অরুণরাগে নিশীথ রাতের কাঁদা॥
          এখনো নিজেরই ছায়া   রচিছে কত যে মায়া।
          এখনো কেন-যে মিছে   চাহিছে কেবলই পিছে,
          চকিতে বিজলি-আলো চোখেতে লাগালো ধাঁদা॥