পূজা
১৩২

   তোমার পূজার   ছলে তোমায়   ভুলেই থাকি।
        বুঝতে নারি   কখন্‌ তুমি   দাও-যে ফাঁকি॥
        ফুলের মালা   দীপের আলো   ধূপের ধোঁওয়ার
        পিছন হতে   পাই নে সুযোগ   চরণ-ছোঁওয়ার,
        স্তবের বাণীর   আড়াল টানি   তোমায় ঢাকি॥
        দেখব ব’লে    এই আয়োজন  মিথ্যা রাখি,
        আছে তো মোর   তৃষা-কাতর   আপন আঁখি।
        কাজ কী আমার   মন্দিরেতে   আনাগোনায়–
        পাতব আসন   আপন মনের   একটি কোণায়,
        সরল প্রাণে   নীরব হয়ে   তোমায় ডাকি॥