পূজা
৮৭

 

আমারে তুমি কিসের ছলে পাঠাবে দূরে,

আবার আমি চরণতলে আসিব ঘুরে॥

সোহাগ করে করিছ হেলা    টানিবে ব'লে দিতেছ ঠেলা–

হে রাজা, তব কেমন খেলা রাজ্য জুড়ে॥