পূজা
৮১

 

যিনি   সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী।

যাঁর   নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী॥

 তাঁর   বিপুল ছন্দে ছন্দে

 মোরা  যাই চলে আনন্দে,

তিনি   যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গী॥

 এই    জন্ম-মরণ-খেলায়

 মোরা  মিলি তাঁরি মেলায়,

এই   দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।

 ওরে    ডাকেন তিনি যবে

 তাঁর    জলদ-মন্দ্র রবে

ছুটি    পথের কাঁটা পায়ে দ'লে সাগর গিরি লঙ্ঘি॥