পূজা
৬০

 

আমার   অভিমানের বদলে আজ নেব তোমার মালা।

আজ   নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা॥

আমার   কঠিন হৃদয়টারে ফেলে   দিলেম পথের ধারে,

তোমার  চরণ দেবে তারে মধুর   পরশ পাষাণ-গালা॥

ছিল   আমার আঁধারখানি,   তারে তুমিই নিলে টানি,

তোমার   প্রেম এল যে আগুন হয়ে– করল তারে আলা।

সেই-যে   আমার কাছে আমি   ছিল   সবার চেয়ে দামি,

তারে   উজাড় করে সাজিয়ে দিলেম   তোমার বরণডালা॥