পূজা
২৭

 

খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী

দিনে দিনে ভাসাই দিনের তরীখানি॥

স্রোতের লীলায় ভেসে ভেসে   সুদূরে কোন্‌ অচিন দেশে

কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি॥

নাহয় ডুবে গেলই,  নাহয় গেলই বা।

নাহয় তুলে লও গো, নাহয় ফেলোই বা।

হে অজানা, মরি মরি,    উদ্দেশে এই খেলা করি,

এই খেলাতেই আপন-মনে ধন্য মানি॥