পূজা
১৪

 

যারা    কথা দিয়ে তোমার কথা বলে

তারা    কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে॥

একের কথা আরে

বুঝতে নাহি পারে,

বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে॥

যারা    কথা ছেড়ে বাজায় শুধু সুর

তাদের     সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর।

বোঝে কি নাই বোঝে

থাকে না তার খোঁজে,

বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে॥