পূজা

 

তোমার নয়ন আমায় বারে বারে   বলেছে গান গাহিবারে॥

ফুলে ফুলে তারায় তারায়

বলেছে সে কোন্‌ ইশারায়

দিবস-রাতির মাঝ-কিনারায়   ধূসর আলোয় অন্ধকারে।

গাই নে কেন কী কব তা,

কেন আমার আকুলতা–

ব্যথার মাঝে লুকায় কথা,   সুর যে হারাই অকূল পারে॥

যেতে যেতে গভীর স্রোতে   ডাক দিয়েছ তরী হতে।

ডাক দিয়েছ ঝড়-তুফানে

বোবা মেঘের বজ্রগানে,

ডাক দিয়েছ মরণপানে   শ্রাবণরাতের উতল ধারে।

যাই নে কেন জান না কি–

তোমার পানে মেলে আঁখি

কূলের ঘাটে বসে থাকি,   পথ কোথা পাই পারাবারে॥