প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
ঠাকুরদাদা। ভাই, এ খবর তুমি পেলে কোথা থেকে?
শেখর। সাজের ভিতর থেকে মানুষকে খুঁজে বের করা, সেই তো আমার কাজ। ঠাকুরদা, আমি আগে থাকতে তোমাকে বলে রাখছি এই যে মানুষটিকে দেখছ, উনি বড়ো যে-সে লোক নন—একদিন হয়তো চিনতে পারবে।
ঠাকুরদাদা। সে আমি কিছু কিছু চিনেছি –নিজের বুদ্ধির গুণে নয় ওঁরই দীপ্তির গুণে।
সন্ন্যাসী। আর এই পরদেশীকে কী রকম ঠেকছে ঠাকুরদা।
ঠাকুরদাদা। সে আর কী বলব, যেন একেবারে চিরদিনের চেনা।
সন্ন্যাসী। ঠিক বলেছ, আমার পক্ষেও তাই। কিন্তু আবার ক্ষণে ক্ষণে মনে হয় যেন ওঁকে চেনবার জো নেই। উনি যে কিসের খোঁজে কখন কোথায় ফেরেন তা বোঝা শক্ত।
শেখর।
প্রথম বালক। কিন্তু আর লিখতে ভালো লাগছে না।
দ্বিতীয় বালক। না, আর নয়।