প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
নুটু। নাচ তো হল রানী। এবার পুঁথিতে কী লিখছে?
অমিতা। এবারে দ্বিধার গান। সুন্দর তো আসছেন, কিন্তু মনে ভয় হয় তিনি কি আমাকে আপন বলে চিনে নেবেন?
নুটু। চিনতে দেরি হবে কেন, রানী?
অমিতা। এখনো আমার মধ্যে যে রঙ লাগে নি।
নুটু। কবে লাগবে?
অমিতা। যখন তিনি আপন রঙে রাঙিয়ে দেবেন। মঞ্জরী এসো, ধরো গান।
অমিতা। কিন্তু সময় যে যায়। সুন্দর আসবেন কখন? এখনো তো শূন্য রয়েছে আসন ওলো কলিকা— ভৈরবীতে বেদনার সুর লাগিয়ে দে।
নুটু। রানী, আজ আবার বেদনা কেন? আজ ভৈরবী থাক্— আজ সাহানা।
অমিতা। প্রতীক্ষার চোখের জলে মন যখন খুব করে ভিজে যায় তখনি মিলনের ফুল সম্পূর্ণ করে ফুটে ওঠে। কালিকা, এইবার ওই গানটা—