পরিশিষ্ট ৩
        পরশিতে রবিকর                 শুকাইছে কলেবর,
                শিশিরের ভরটুকু সহিছে না শরীরে।
        হেন কোমলতাময়                ফুল কি না ছুঁলে নয়—
                হায় রে কেমন বন ছিল আলো করিয়া।
        মানুষ-পরশ-ভরে                  শিহরিয়া সকাতরে
                ওই-যে শতধা হয়ে পড়িল গো ঝরিয়াৼ

না সজনী,না,আমি জানি জানি, সে আসিবে না।
এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী,বাসনা তবু পূরিবে না।
জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল নাৼ
যদি বা সে আসে,সখী,কী হবে আমার তায়।
সে তো মোরে, সজনী লো,ভালো কভু বাসে না— জানি লো।
ভালো ক’রে কবে না কথা,চেয়েও না দেখিবে—
বড়ো আশা করে শেষে পূরিবে না কামনাৼ