পরিশিষ্ট ১
             এস’ অরুণচরণ কমলবরণ তরুণ উষার কোলে।
             এস’ জ্যোৎস্নাবিবশ নিশীথে কলকল্লোলতটিনীতীরে।
             সুখসুপ্তসরসীনীরে এস’ এস’।
        স্ত্রীগণ।     এস’ যৌবনকাতর হৃদয়ে,
             এস’ মিলনসুখালস নয়নে,
             এস’ মধুর শরমমাঝারে—দাও বাহুতে বাহু বাঁধি।
             নবীনকুসুমপাশে রচি দাও নবীন মিলনবাঁধনৼ

                 প্রমদা ও সখীগণের প্রবেশ

        অমর।     এ কি স্বপ্ন! এ কি মায়া!
             এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়াৼ  
          পুরুষগণ।     ও কি এল, ও কি এল না—
             বোঝা গেল না,গেল না।
             ও কি মায়া কি স্বপনছায়া—ও কি ছলনা।
        অমর।     ধরা কি পড়ে ও রূপেরই ডোরে।
             গানেরই তানে কি বাঁধিবে ওরে।
             ও-যে চিরবিরহেরই সাধনা।
        শান্তা।     ওর বাঁশিতে করুন কি সুর লাগে
             বিরহমিলনমিলিত রাগে।
             সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
             হৃদয়বনে ও উদাসী হাওয়া—
             বুঝি শুধু ও পরম কামনাৼ
        অমর।     এ কি স্বপ্ন! এ কি মায়া!
             এ কি প্রমদা!এ কি প্রমদার ছায়াৼ
           সখীগণ।     কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল,
             প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল।
             নব প্রভাতের তারা
             সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।
             অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল।
             এ যে মুকুটশোভার ধন—