শৈশবসঙ্গীত

আঁধারকুন্তল তোর মহাশূন্য জুড়িয়া

প্রলয়ের কালঝড়ে বোড়াইবে উড়িয়া!

অন্ধকারে দিশাহারা   কম্পমান গ্রহ তারা

চররের তলে আসি পড়িবেক গুঁড়ায়ে,

দিবি সেই বিশ্বচূর্ণ নিঃশ্বাসেতে উড়ায়ে!

এমনি রহিব স্তব্ধ ওই মুখে চাহিয়া—

দেখিব হৃদয়মাঝে    কেমনে ও বামা নাচে

উন্মাদিনী, প্রলয়ের ঘোর গীতি গাহিয়া!

জগতের হাহাকার যবে স্তব্ধ হইবে—

ঘোর স্তব্ধ, মহাস্তব্ধ, মহাশূন্য রহিবে,

আঁধারের সিন্দুরবে অনন্তেরে গ্রাসিয়া—

সে মহান্‌ জলধির নাই ঊর্ম্মি, নাই তীর—

সেই স্তব্ধ সিন্ধু ব্যাপি রব আমি ভাসিয়া!

তখনো র’বি কি তুই এই বুকে দাঁড়ায়ে,

ভাবনাবাসনাহীন এই বুক মাড়ায়ে?