ব্যক্তিপ্রসঙ্গ
২২
কল্যাণীয় রথীন্দ্রনাথ

মধ্যপথে জীবনের মধ্য দিনে

উত্তরিলে আজি; এই পথ নিয়েছিলে চিনে,

       সাড়া পেয়েছিলে তব প্রাণে

    দূরগামী দুর্গমের স্পর্ধিত আহ্বানে

                ছিল যবে প্রথম যৌবন।

সেদিন ভোজের পাত্রে রাখি নি ভোগের আয়োজন,

        ধনের প্রশ্রয় হতে আপনারে করেছ বঞ্চিত।

              অন্তরেতে দিনে দিনে হয়েছে সঞ্চিত

                 পূজার নৈবেদ্য-অবশেষে,

                     যে পূজায় তব দেশ

            তোমারে দিয়েছে দেখা দরিদ্র দেবতা রূপে

                   আসীন ধূলর স্তূপে

                      অসন্মানে অবজ্ঞায়।

           সঁপেছ জীবন তব অর্ঘ্য তাঁর পায়ের তলায়।

           তপস্যার ফল তব প্রতিদিন ছিলে সমর্পিতে

                           আমারি খ্যাতিতে।

                   তোমার সকল চিত্তে,

                       সব বিত্তে

      ভবিষ্যের অভিমুখে পথ দিতেছিলে মেলে,

               তার লাগি যশ নাই পেলে।

            কর্মের যেখানে উচ্চদাম

                   সেখানে কর্মীর নাম

                        নেপথ্যেই থাকে একপাশে।

                মানবের ইতিহাসে

যে-সকল খ্যাতনাম বহিতেছে উজ্জ্বল অক্ষর

                     তাদের অজানা লিপিকর

                 আপনার অকীর্তিত জীবনের হোমাগ্নিশাখায়

                   লাগায় রঙের দীপ্তি সে নাম-লিখায়।