আদর্শ প্রশ্ন
Seventh Standard Examination, 1907
BENGALI
Full Marks 50
Paper set by Babu Rabindra Nath Tagore
Examiner—Babu Kshirod Prasad Vidyabinode, M.A.

১। (ক) (খ) (গ) ও (ঘ) চিহ্নিত প্রশ্নচারিটির মধ্যে যে কোনো দুইটির উত্তর লিখ।—

(ক) “ কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে

প্রচেতঃ! হা ধিক্‌ ওহে জলদলপতি!

এই কি সাজে তোমারে, অলঙ্ঘ্য, অজেয়

তুমি? হায়, এই কি হে তোমার ভূষণ

রত্নাকর? কোন্‌ গুণে কহ, দেব, শুনি,

কোন্‌ গুণে দাশরথি কিনেছে তোমারে?

প্রভঞ্জনবৈরী তুমি, প্রভঞ্জনসম

ভীম পরাক্রমে! কহ এ নিগড় তবে

পর তুমি কোন্‌ পাপে? অধম ভালুকে

শৃঙ্খলিয়া যাদুকর খেলে তারে লয়ে ;

কেশরীর রাজপদ কার সাধ্য বাঁধে

বীতংসে? এই যে লঙ্কা হৈমবতী পুরী

শোভে তব বক্ষঃস্থলে, হে নীলাম্বুস্বামী,

কৌস্তভরতন যথা মাধবের বুকে,

কেন হে নি র্দ য় এবে তুমি এর প্রতি?

উঠ, বলি, বীরবলে এ জাঙাল ভাঙি,

দূর কর অপবাদ ; জুড়াও এ জ্বালা,

ডুবায়ে অতল জলে এ প্রবল রিপু।

রেখো না গো তব ভালে এ কলঙ্করেখা,

হে বারীন্দ্র, তব পদে এ মম মিনতি। ”

উল্লিখিত কাব্যাংশকে গদ্য কর। যতদূর সম্ভব সংস্কৃত শব্দ পরিত্যাগ করিয়া ভাষা সরল করিতে হইবে।

(খ) অনিন্দ্য, পেলব, ক্ষুদ্র অবয়ব ;

অনিন্দ্যসুন্দর কোমল আস্য ;

ক্ষুদ্রকণ্ঠে তোর কলকণ্ঠরব ;

ক্ষুদ্রদন্তে তোর মোহন হাস্য ;