স্ফুলিঙ্গ

দিলেন কবি বসন্ত - গান আনি,

সুন্দর প্রেম সাজুক আনন্দে

পরুক গলায় সুরের মালাখানি।


১১

রাণী প্রশান্তের

পরিণয় বার্ষিক

 

যুগল প্রেমের কল্যাণমালা

চলেছ গাঁথিতে গাঁথিতে,

বরষের পরে বরষে

ক্লান্তিবিহীন হরষে

   জড়ায়ে রহে সে মাধুরী মিশায়ে

তোমাদের দিন - রাতিতে।

 

যে মিলনমালা বন্ধুজনের

গন্ধ দিতেছে মিলায়ে,

দেশবিদেশের অতিথি

নিয়ে যায় তার প্রতীতি,

   আমি দূর হতে কবির ছন্দ

দিনু তার সাথে মিলায়ে॥


১২

পশ্চিম দিকের প্রান্তে ম্লায়মান রবি

হেরিতেছে ধরণীর গোধূলির ছবি।

সেথা তব বাতায়নতলে

আরতির দীপশিখা জ্বলে,

রবি সেই স্থির শিখা পর

বিদায়ের আশীর্বাদে মিলাইল কর।