প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
কল্যাণীয় শ্রীমান অসিতকুমার হালদার
আমার মূর্তি পূর্ণ করি
মুক্তি পেল ' তোমার শক্তি,
রেখায় রেখায় নিত্য শিখায়
দীপ্তি পেল তোমার ভক্তি।
চক্ষে তোমার প্রাণের মন্ত্র,
তাই তো তোমার ধ্যানের দৃষ্টি
তোমার রসে আমার রূপে
রচিল এই নূতন সৃষ্টি।
পূর্ণতা আসুক আজি তোমাদের তরুণ জীবনে
আনন্দ কল্যাণে প্রেমে শুভলগ্নে শুভ সম্মিলনে।
কল্যাণপ্রতিমা শান্তা সেবা - সুধা - ভরা
লক্ষ্মী তুমি এ ধরায় দিয়েছিলে ধরা।
পূর্ণ করেছিলে গৃহ ভক্তি প্রীতি স্নেহে,
নিজেরে করেছ দান বাক্যে মনে দেহে।
যাঁর সেবা করেছিলে সংসারের কাজে
তাঁরই পূজা করো গিয়ে অনন্তের মাঝে।
পুণ্য হোক তব যাত্রা, শুভ হোক গতি,
অনন্তপিতার কোলে শান্তি পাও সতী!