অনুবাদ কবিতা

   রেখো তবে এই মাত্র কথাটি আমার,

   এই কথা শেষ কথা, কথা নাহি আর,

   (এ দেহ হইলে পাত, যদি তুমি প্রাণনাথ,

   প্রকাশো আমার তরে তিলমাত্র শোক,

   ধর্মত হবে না দোষী দোষিবে না লোক —

   কাতরে বিনয়ে তাই, এই মাত্র ভিক্ষা চাই,

   কখনো চাহি নে আরো কোনো ভিক্ষা আর)

   যবে আমি যাব ম ' রে, চির এ দুঃখিনী তরে,

   বিন্দুমাত্র অশ্রুজল ফেলো একবার —

   আজন্ম এত যে ভালোবেসেছি তোমায়,

   সে প্রেমের প্রতিদান একমাত্র প্রতিদান,

   তা বই কিছুই আর দিয়ো না আমায়।

 

George Gordon Byron