প্রভাতসংগীত

শরমে আকুল ঝরে শিশির - নয়নজল!

 

সুদুর আলয় হতে তাড়াতাড়ি খেলা ভুলি

মাঝে মাঝে ছুটে আসে দুদন্ডের মেঘগুলি।

চমকি দাঁড়ায়ে থাকে, ওই মুখপানে চায়,

কাঁদিয়া কাঁদিয়া শেষে কাঁদিয়া মরিয়া যায়!

কিসের বিরাগ এত, কী তপে আছিস ভোর!

এত করে সেধে সেধে

এত করে কেঁদে কেঁদে

যোগিনী, কিছুতে তবু ভাঙিবে না পণ তোর?

যোগিনী, কিছুতে কি রে ফিরিবে না মন তোর?