পূরবী

                  নূতন প্রভাত।

 

    মারাঠার প্রান্ত হতে একদিন তুমি ধর্মরাজ,

                   ডেকেছিলে যবে

    রাজা ব ' লে জানি নাই, মানি নাই , পাই নাই লাজ

                  সে ভৈরব রবে।

    তোমার কৃপাণদীপ্তি একদিন যবে চমকিলা

                  বঙ্গের আকাশে

    সে ঘোর দুর্যোগদিনে না বুঝিনু রুদ্র সেই লীলা,

                  লুকানু তরাসে।

 

    মৃত্যুসিংহাসনে আজি বসিয়াছ অমরমুরতি —

                  সমুন্নত ভালে

    যে রাজকিরীট শোভে লুকাবে না তার দিব্যজ্যোতি

                  কভু কোনোকালে।

    তোমারে চিনেছি আজি, চিনেছি চিনেছি হে রাজন্‌,

                  তুমি মহারাজ।

    তব রাজকর লয়ে আট কোটি বঙ্গের নন্দন

                   দাঁড়াইবে আজ।

 

    সেদিন শুনি নি কথা — আজ মোরা তোমার আদেশ

                  শির পাতি লব।

    কণ্ঠে কণ্ঠে বক্ষে বক্ষে ভারতে মিলিবে সর্বদেশ

                  ধ্যানমন্ত্রে তব।

    ধ্বজা করি উড়াইব বৈরাগীর উত্তরী বসন —

                  দরিদ্রের বল।

     ‘ একধর্মরাজ্য হবে এ ভারতে ' এ মহাবচন

                  করিব সম্বল।

 

      মারাঠির সাথে আজি, হে বাঙালি, এক কন্ঠে বলো

                  ‘ জয়তু শিবাজি '।

     মারাঠির সাথে আজি, হে বাঙালি, এক সঙ্গে চলো