শ্যামলী

      যেন আদিকালের প্রকাণ্ড সরীসৃপটার কঙ্কাল,

            যেন একঘেয়ে অর্থের গ্রন্থিতে বাঁধা

                       অমরকোষের একটা লম্বা শব্দাবলী।

নির্বোধের মতো এলেম উঁকি মেরে মেয়ে - গাড়িগুলোতে।

                       ডাকলেম নাম ধরে,

            ‘ কী জানি' ছাড়া আর - কোনো কারণ নেই

                          সেই পাগলামির।

                 ভগ্ন আশা শূন্য প্লাট্‌ফরম্‌ জুড়ে ভূলুণ্ঠিত।

 

                       বেরিয়ে এলুম বাইরে—

                 জানি নে যাই কোন্‌ দিকে।

      বাসের নীচে চাপা পড়ি নি নিতান্ত দৈবক্রমে।

               এই দয়াটুকুর জন্যে ইচ্ছে নেই

                    দেবতাকে কৃতজ্ঞতা জানাতে।