বিচিত্রিতা

‘ তোমার আমার দেহে আদিছন্দ আছে অনাবিল

                       আমাদের মিল।

            তোমার আমার মর্মতলে

            একটি সে মূল সুর চলে,

                        প্রবাহ তাহার অন্তঃশীল।

 

‘ কী যে বলে সেই সুর, কোন্‌ দিকে তাহার প্রত্যাশা,

                       জানি নাই ভাষা।

            আজ, সখী, বুঝিলাম আমি

            সুন্দর আমাতে আছে থামি —

                       তোমাতে সে হল ভালোবাসা। '