বিচিত্রিতা

    ছবির ‘ পরে পেয়েছ তুমি রবির বরাভয়,

    ধূপছায়ার চপল মায়া করেছ তুমি জয় ।

            তব আঁকন-পটের ‘ পরে

            জানি গো চিরদিনের তরে

    নটরাজের জটার রেখা জড়িত হয়ে রয়।

 

 

     চিরবালক ভুবনছবি আঁকিয়া খেলা করে,

    তাহারি তুমি সমবয়সী মাটির খেলাঘরে।

            তোমার সেই তরুণতাকে

            বয়স দিয়ে কভু কি ঢাকে,

    অসীম-পানে ভাসাও প্রাণ খেলার ভেলা- ' পরে।

 

 

    তোমারি খেলা খেলিতে আজি উঠেছে কবি মেতে,

    নববালক জন্ম নেবে নূতন আলোকেতে।

            ভাবনা তার ভাষায় ডোবা —

            মুক্ত চোখে বিশ্বশোভা

    দেখাও তারে, ছুটেছে মন তোমার পথে যেতে।