শ্যামলী

                      কখনো মৃদুমৃদু দোলনে।

 

       একদিন আপন সহজ নিরালায় ছিলে তুমি অধরা,

              ছিলে তুমি একলা বিধাতার ;

                   একের মধ্যে একঘরে।

          আমি বেঁধেছি তোমাকে দুয়ের গ্রন্থিতে,

       তোমার সৃষ্টি আজ তোমাতে আর আমাতে,

           তোমার বেদনায় আর আমার বেদনায়।

               আজ তুমি আপনাকে চিনেছ

                     আমার চেনা দিয়ে।

       আমার অবাক চোখ লাগিয়েছে সোনার কাঠির ছোঁওয়া,

                     জাগিয়েছে আনন্দরূপ

                          তোমার আপন চৈতন্যে।