বীথিকা

     হেলে পড়ে যে রহস্য সে ভঙ্গিটুকুতে,

 

চটুল দোয়েল পাখি সবুজেতে চমক ঘটায়

          কালো আর সাদার ছটায়

অকস্মাৎ ধায় দ্রুত শিরীষের উচ্চ শাখা - পানে

     চকিত সে ওড়াটিতে যে রহস্য বিজড়িত গানে।

                   হে প্রেয়সী, এ জীবনে

    তোমারে হেরিয়াছিনু যে নয়নে

          সে নহে কেবলমাত্র দেখার ইন্দ্রিয়,

সেখানে জ্বেলেছে দীপ বিশ্বের অন্তরতম প্রিয়।

     আঁখিতারা সুন্দরের পরশমণির মায়া - ভরা,

          দৃষ্টি মোর সে তো সৃষ্টি - করা।

তোমার যে সত্তাখানি প্রকাশিলে মোর বেদনায়

          কিছু জানা কিছু না - জানায়,

     যারে লয়ে আলো আর মাটিতে মিতালি,

          আমার ছন্দের ডালি

     উৎসর্গ করেছি তারে বারে বারে—

          সেই উপহারে

    পেয়েছে আপন অর্ঘ্য ধরণীর সকল সুন্দর।

          আমার অন্তর

     রচিয়াছে নিভৃত কুলায়

          স্বর্গের - সোহাগে - ধন্য পবিত্র ধুলায়।