বীথিকা

                  মূর্ছাতুর আঁধারের উঠিছে নিশ্বাস।

           ভাঙা বিশ্বে পড়ে আছে ভেঙে - পড়া বিপুল বিশ্বাস।

                   তার কাছে নত হয় শির

              চরম বেদনাশৈলে ঊর্ধ্বচূড় যাহার মন্দির।

 

                   মনে হয়, বেদনার মহেশ্বরী

                      তোমার জীবন ভরি  

                   দুষ্করতপস্যামগ্ন, মহাবিরহিণী

                       মহাদুঃখে করিছেন ঋণী

                             চিরদয়িতরে।

তোমারে সরালো শত ফেরে

     বিশ্ব হতে বৈরাগ্যের অন্তরাল।

                             দেশকাল

                   রয়েছে বাহিরে।

          তুমি স্থির সীমাহীন নৈরাশ্যের তীরে

                 নির্বাক অপার নির্বাসনে।

                     অশ্রুহীন তোমার নয়নে

                      অবিশ্রাম প্রশ্ন জাগে যেন—

                          কেন, ওগো কেন!