পত্রপুট

সেই বাণীহারা চাঁদ তুমি আজ আমার কাছে।

        দুঃখ এই যে, এতে দুঃখ নেই তোমার মনে।

একদিন নিজেকে নূতন নূতন ক ' রে সৃষ্টি করেছিলে মায়াবিনী,

           আমারই ভালোলাগার রঙে রঙিয়ে।

আজ তারই উপর তুমি টেনে দিলে

                    যুগান্তের কালো যবনিকা

                         বর্ণহীন, ভাষাহীন।

ভুলে গেছ যতই দিতে এসেছিলে আপনাকে

       ততই পেয়েছিলে আপনাকে বিচিত্র করে।

আজ আমাকে বঞ্চিত করে

           বঞ্চিত হয়েছ আপন সার্থকতায়।

         তোমার মাধুর্যযুগের ভগ্নশেষ

                  রইল আমার মনের স্তরে স্তরে —

         সেদিনকার তোরণের স্তুপ,

                 প্রাসাদের ভিত্তি,

              গুল্মে-ঢাকা বাগানের পথ।

 

         আমি বাস করি

               তোমার ভাঙা ঐশ্বর্যের ছড়ানো টুকরোর মধ্যে।

                   আমি খুঁজে বেড়াই মাটির তলার অন্ধকার,

                       কুড়িয়ে রাখি যা ঠেকে হাতে।

 

আর তুমি আছ

           আপন কৃপণতার পাণ্ডুর মরুদেশে,

পিপাসিতের জন্যে জল নেই সেখানে,

       পিপাসাকে ছলনা করতে পারে

                নেই এমন মরীচিকারও সম্বল।