পত্রপুট

      একবার ঘরের অভয় স্বাদ পেতে দাও তাকে

                                 বেড়ার বাইরে।

 

আপনাকে চেনার সময় পায় নি সে,

        ঢাকা ছিল মোটা মাটির পর্দায় ;

      পর্দা খুলে দেখিয়ে দাও যে, সে আলো, সে আনন্দ,

         তোমারই সঙ্গে তার রূপের মিল।

     তোমার যজ্ঞের হোমাগ্নিতে

         তার জীবনের সুখদুঃখ আহুতি দাও,

            জ্বলে উঠুক তেজের শিখায়,

            ছাই হোক যা ছাই হবার।

 

 

       হে অতিথিবৎসল,

               পথের মানুষকে ডেকে নাও ঘরে,

               আপনি যে ছিল আপনার পর হয়ে

                         সে পাক আপনাকে।