বীথিকা

       ধনে জনে আছিল যে অবারিত অধিকার

 

                    আজি তার অর্থ কী যে!

    যে আসনে বসিত সে তারও চেয়ে মিথ্যা হল নিজে।

                   প্রিয়মিলনের মনোরথে

                      পরলোক - অভিসার - পথে

                   রমণীর এই চিরপ্রস্থানের ক্ষণে

                      পড়িছে আরেক দিন মনে।

 

       আশ্বিনের শেষভাগে চলেছে পূজার আয়োজন ;

              দাসদাসী - কলকণ্ঠ - মুখরিত এ ভবন

                  উৎসবের উচ্ছল জোয়ারে

                      ক্ষুব্ধ চারি ধারে।

     এ বাড়ির ছোটো ছেলে অনুকূল পড়ে এম . এ . ক্লাসে,

                 এসেছে পূজার অবকাশে।

        শোভদর্শন যুবা, সবচেয়ে প্রিয় জননীর,

                      বউদিদিমণ্ডলীর

                       প্রশ্রয়ভাজন।

      পূজার উদ্‌যোগে মেশে তারও লাগি পূজার সাজন।

 

                একদা বাড়ির কর্তা স্নেহভরে

        পিতৃমাতৃহীন মেয়ে প্রমিতারে এনেছিল ঘরে

          বন্ধুঘর হতে ; তখন বয়স তার ছিল ছয়,

                   এ বাড়িতে পেল সে আশ্রয়

                             আত্মীয়ের মতো।

            অনুদাদা কতদিন তারে কত

                   কাঁদায়েছে অত্যাচারে।

                             বালক - রাজারে

          যত সে জোগাত অর্ঘ্য ততই দৌরাত্ম্য যেত বেড়ে ;

               সদ্যবাঁধা খোঁপাখানি নেড়ে

                   হঠাৎ এলায়ে দিত চুল

                             অনুকূল ;