বীথিকা

                   বুঝিবা নূপুরে কিছু ছন্দ ছিল।

 

উষার চরণতলে মলিন শশী

রজনীর হার হতে পড়িল খসি।

          বীণার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ,

          নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ,

                   স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল।