কবিতা

          ভূপগণ ওই আসিছে ধাইয়া

  রতনে রতনে মুকুট ছাইয়া ব্রিটিশ-চরণে লোটাতে শির —

ওই আসিতেছে জয়পুররাজ, ওই যোধপুর আসিতেছে আজ

ছাড়ি অভিমান তেয়াগিয়া লাজ, আসিছে ছুটিয়া অযুত বীর!

          হা রে হতভাগ্য ভারতভূমি,

          কন্ঠে এই ঘোর কলঙ্কের হার

          পরিবারে আজি করি অলংকার

          গৌরবে মাতিয়া উঠেছে সবে?

          তাই কাঁপিতেছে তোর বক্ষ আজি

          ব্রিটিশ-রাজের বিজয়রবে?

ব্রিটিশ-বিজয় করিয়া ঘোষণা, যে গায় গাক্‌ আমরা গাব না

          আমরা গাব না হরষ গান,

এসো গো আমরা যে ক ' জন আছি, আমরা ধরিব আরেক তান।