বীথিকা

               আজিকার দিন

      তোমারে এড়ায়ে যাবে পরিচয়হীন।

তোমার সেকাল আজি ভাঙাচোরা যেন পোড়োবাড়ি

         লক্ষ্মী যারে গেছে ছাড়ি ;

            ভূতে - পাওয়া ঘর

    ভিত জুড়ে আছে যেথা দেহহীন ডর।

আগাছায় পথ রুদ্ধ, আঙিনায় মনসার ঝোপ,

   তুলসীর মঞ্চখানি হয়ে গেছে লোপ।

        বিনাশের গন্ধ ওঠে, দুর্গ্রহের শাপ,

            দুঃস্বপ্নের নিঃশব্দ বিলাপ।