কবিতা

হৃদয়ে বহন করেছে কিনা সে —

          নিরাশ প্রেমীর মরম শ্বাস!

সাক্ষী আছ ওগো তারকা চন্দ্রমা!

          কেঁদেছি যখন মরম শোকে —

হেসেছে পৃথিবী, হেসেছে জগৎ

          কটাক্ষ করিয়া হেসেছে লোকে!

সহেছি সে-সব তোর তরে সখি!

          মরমে মরমে জ্বলন্ত জ্বালা!

তুচ্ছ করিবারে পৃথিবী জগতে

          তোমারি তরে লো শিখেছি বালা!

মানুষের হাসি তীব্র বিষমাখা

          হৃদয় শোণিত করেছে ক্ষয়!

তোমারি তরে লো সহেছি সে-সব

          ঘৃণা উপহাস করেছি জয়!

কিনিতে হৃদয় দিয়েছি হৃদয়

          নিরাশ হইয়া এসেছি ফিরে ;

অশ্রু মাগিবারে দিয়া অশ্রুজল

          উপেক্ষিত হয়ে এয়েছি ফিরে।

কিছুই চাহি নি পৃথিবীর কাছে-

          প্রেম চেয়েছিনু ব্যাকুল মনে।

সে বাসনা যবে হল না পূরণ

          চলিয়া যাইব বিজন বনে!

তোর কাছে বালা এই শেষবার

          ফেলিল সলিল ব্যাকুল হিয়া ;

ভিখারি হইয়া যাইব লো চলে

          প্রেমের আশায় বিদায় দিয়া!

সেদিন যখন ধন, যশ, মান,

          অরির চরণে দিলাম ঢালি

সেইদিন আমি ভেবেছিনু মনে

          উদাস হইয়া যাইব চলি।

তখনো হায় রে একটি বাঁধনে

          আবদ্ধ আছিল পরাণ দেহ।