তপতী
ধ্রুবতীর্থ। মার্তণ্ডমন্দির
বিপাশা, পুরোহিত, মন্দিরের সেবকগণ
সূর্যোদয়কালে বেদমন্ত্রে স্তব


উদু ত্যং জাতবেদসং দেবং বহন্তি কেতবঃ
দৃশে বিশ্বায় সূর্যম্‌।
অপ ত্যে তায়বো যথা নক্ষত্রা যন্ত্যক্তুভিঃ
সুরায় বিশ্বচক্ষসে।
পদ্মের অর্ঘ্য হাতে সুমিত্রার প্রবেশ

বিপাশা।

গান

জাগো জাগো

          আলসশয়নবিলগ্ন।

জাগো জাগো

          তামসগহননিমগ্ন।

ধৌত করুক করুণারুণ বৃষ্টি

সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি;

          জাগো জাগো

দুঃখভারনত উদ্যমভগ্ন।

জ্যোতিঃসম্পদ ভরি দিক চিত্ত

ধনপ্রলোভননাশন বিত্ত,

           জাগো জাগো

পুণ্যবসন পরো লজ্জিত নগ্ন।

পুরোহিত ভার্গবের প্রবেশ

ভার্গব। মা।

সুমিত্রা। কী বৎস ভার্গব।

ভার্গব। কিছুদিন থেকে এই দুর্গম তীর্থের পথে নানাবিধ লোকের যাতায়াত লক্ষ্য করছি। তারা পুণ্যকামী নয়।

সুমিত্রা। দোষ নেই, ভয়ও নেই।