বীথিকা

  নাই বা তার শুনিনু নাম,

কভু তাহারে না দেখিলাম,

          কিসের ক্ষতি তায়।

প্রিয়ারে তব যে নাহি জানে

জানে সে তারে তোমার গানে

          আপন চেতনায়।

 

                    ওগো আমার কবি,

          সুদূর তব ফাগুন - রাতি

          রক্তে মোর উঠিল মাতি,

                    চিত্তে মোর উঠিছে পল্লবি।

          জেনেছ যারে তাহারো মাঝে

          অজানা যেই সে - ই বিরাজে,

                   আমি যে সেই অজানাদের দলে।

                   তোমার মালা এল আমার গলে।

 

বৃষ্টিভেজা যে ফুলহার

শ্রাবণসাঁঝে তব প্রিয়ার

          বেণীটি ছিল ঘেরি,

গন্ধ তারই স্বপ্নসম

লাগিছে মনে, যেন সে মম

          বিগত জনমেরই।

 

                   ওগো আমার কবি,

          জান না, তুমি মৃদু কী তানে

          আমারই এই লতাবিতানে

                   শুনায়েছিলে করুণ ভৈরবী।

                   ঘটে নি যাহা আজ কপালে

                    ঘটেছে যেন সে কোন্‌ কালে,

                             আপনভোলা যেন তোমার গীতি

                             বহিছে তারই গভীর বিস্মৃতি।