কবিতা

        বিক্রম-আদিত্যরাজ,

        কালিদাস কবিরাজ,

পরাশর পারাশর পণ্ডিত প্রবীণ।

সকলেই জল বায়ু তেজ মৃত্তিকায়

        মিশাইয়া নিজদেহ

        অনন্ত ব্রহ্মের গেহ

পশেছে কীর্তিরে শুধু রাখিয়ে ধরায়।

আদরে সে প্রিয় সখী আচ্ছাদি গগনে

        সে লোকবিশ্রুত নাম

        সে বিশ্ববিজয়ী ধাম

নির্ঘোষে ঘুষিছে সদা অখিল ভুবনে।

যবনের রাজ্যকালে কীর্তির আধার

        চিতোর-নগর নাম

        অতুলবীরত্বধাম,

কেমন ছিল রে মনে ভাবো একবার।

এইরূপ কত শত নগর প্রাচীন

        সুকীর্তি-তপন-করে

        ভারত উজ্জ্বল ক ' রে

অনন্ত কালের গর্ভে হয়েছে বিলীন।

নাহি সেই ভারতের একতা-বিভব,

        পাষাণ বাঁধিয়া গলে

        সকলের পদতলে

লুটাইছে আর্যগণ হইয়া নীরব।

গেল, হায়, সব সুখ অভাগী মাতার —

        ছিল যত মনোআশা

        নিল কাল সর্বনাশা,

প্রসন্ন বদন হল বিষণ্ন তাঁহার।

কী আর হইবে মাতা খুলিয়া বদন।

        দীপ্তভানু অস্ত গেল,

        এবে কালরাত্রি এল,

  বসনে আবরি মুখ কাঁদো সর্বক্ষণ।

বিশাল অপার সিন্ধু, গভীর নিস্বনে