বীথিকা

                             সেথা আকাশের পটে

                          অস্ত - উদয়ের শৈলতটে

                       রবিচ্ছবি আঁকিল যে অপরূপ মায়া

                   তারি সঙ্গে গাঁথা পড়ে রজনীর ছায়া।

                 সেথা আজ যাত্রী দুইজনে

          শান্ত হয়ে চেয়ে আছে সুদূর গগনে।

              কিছুতে বুঝিতে নাহি পারে

                   কেন বারে বারে

                  দুই চক্ষু ভরে ওঠে জলে।

           ভাবনার সুগভীর তলে

                 ভাবনার অতীত যে - ভাষা

                             করিয়াছে বাসা

             অকথিত কোন্‌ কথা

                              কী বারতা

              কাঁপাইছে বক্ষের পঞ্জরে।

বিশ্বের বৃহৎ বাণী লেখা আছে যে মায়া - অক্ষরে,

           তার মধ্যে কতটুকু শ্লোকে

ওদের মিলনলিপি, চিহ্ন তার পড়েছে কি চোখে!