গীতালি

              প্রেমের চোখে দুঃখে সুখে

                চায় না তারা তোমার মুখে,

                আপনারি মুখ দেখছে নিয়ে

                        সোনার বাঁধা আয়না।

   তারা    রাত্রি - দিবস ফিরে ফিরে

                       আপ‍্‍নাকেই যে বেড়ায় ঘিরে।

 

পান্ডুলিপিতে লেখক কর্তৃক বর্জনচিন্হাঞ্চিত। অসম্পূর্ণ?

 

           ১১

 

আমার বোঝা এতই করি ভারী—

তোমার ভার যে বইতে নাহি পারি।

          আমারি নাম সকল গায়ে লিখা,

           হয় নি পরা তব নামের টিকা—

                  তাই তো আমায় দ্বার ছাড়ে না দ্বারী।

 

আমার ঘরে আমিই শুধু থাকি,

তোমার ঘরে লও আমারে ডাকি।

          বাঁচিয়ে রাখি যা - কিছু মোরে আছে

          তার ভাবনায় প্রাণ তো নাহি বাঁচে—

                  সব যেন মোর তোমার কাছে হারি।